ভ্রমণের জন্য সঠিক সময় নির্বাচন করা

ভ্রমণের জন্য সঠিক সময় নির্বাচন করা

Sharing is caring!

আবহাওয়ার উপর নির্ভর করে একটা টুরিস্ট ডেসটিনেশনের হাই সিজন আর লো সিজন বলে দুইটা জিনিষ আছে। হাই সিজন , লো সিজন অনেক সময় বিভিন্ন ছুটির উপর ও নির্ভর করে, যেমন ধর্মীও ছুটি, বর্ষবরণ , গ্রীষ্মকালীন ছুটি ইত্যাদি।

ভ্রমণের সাথে আবহাওয়ার একটা অন্যরকম সম্পর্ক আছে। আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন সব জনপ্রিয় টুরিস্ট ডেসটিনেশনের হাই আর লো সিজন আছে। ইউরোপে গ্রীষ্মকালে হল হাই সিজন আর শীতে লো সিজন আবার এশিয়া তে বসন্ত হাই সিজন গ্রীষ্ম লো সিজন। কিছু হাই সিজন অনেক দীর্ঘস্থায়ী হয়ে থাকে আর কিছু অনেক স্বল্প সময়ের।

হাই সিজনে আবহাওয়া ঘোরার জন্য বেশ আরামদায়ক সেখানে লো সিজনে খুব আরামদায়ক না। হাই সিজনে না ঘুরলে আপনি সব মিস করবেন এমন কিন্তু না , আবার হাই সিজনে খুব সুন্দর আকাশ, আবহাওয়া পাবেন এমন ও নয়।

এখন হাই সিজনে ঘুরতে যাওয়াই যথার্থ মনে হতে পারে। তবে মনে রাখবেন হাই সিজন মানে মানুষের ঢল, সব কিছুর দাম বেশি, শান্তিমত একটা জায়গা দেখার সুযোগ থাকে না, সবকিছু আগে থেকে বুক করে রাখতে হয়।  তবে বিভিন্ন ফেস্টিভ্যাল এই হাই সিজনে হয়ে থাকে, প্রকৃতি তার সবচেয়ে সুন্দর রূপে সাজে এই সময় গুলতেই। আবার কিছু জায়গা আছে যেখানে সারাবছর একইরকম আবহাওয়া থাকে, এমন জায়গাতে বিশেষ কোন ছুটির সময় বাদ দিয়ে যাওয়া উচিৎ।

লো সিজনে প্রধান সমস্যা একটাই চ্যালেঞ্জিং আবহাওয়া, হয়ত অনেক ঠাণ্ডা, গরম বা ঝুম বর্ষা। এখন আপনি যদি এমন কেউ হোন যার এসবে কোন যায় আসে না, তবে আপনার হাই সিজন, লো সিজন নিয়ে না ভাবলেও হবে। বেশিরভাগ দেশেই আপনি যখন লো সিজনে যাবেন আবিষ্কার করবেন যে আবহাওয়া খুব একটা খারাপ ও না। লো সিজনে আপনি সে জায়গার ভিন্ন রূপ দেখবেন। লোকালদের সাথে মেশার সুযোগ আরও বেশি পাবেন, সবকিছু সস্তায় পাবেন আর দামদর করার অনেক সুযোগ পাবেন। অনেক সময় মনে হবে পুরো জায়গাটাতে আপনি একাই ভিনদেশী।

তবে সব জায়গাতে লো সিজনে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না যেমন ভারি বর্ষায় পাহাড়ে, বা শীতপ্রধান দেশে তুষারপাতের সময়। যেখানেই যাবেন আগে একটু ইন্টারনেটে পরে যেনে নিবেন আবহাওয়া সেখানে কেমন, তারপর সেরকম প্রস্তুতি নিয়ে ভ্রমণ পরিকল্পনা করবেন।

আমার সাজেশন হল যেখানেই যান, হাই সিজনের অল্প সময় আগে আগে যাওয়া বা একদম শেষের দিকে যাওয়া। এমন সময়ে আপনি সবকিছু কমদামে পাবেন আবার সিজনের মজাও নিতে পারবেন অল্প হলেও। সিজন শুরুর ১৫ দিন আগে আর সিজনের একদম শেষের দিকের সময়টা ভাল।

Facebook Comments