প্রয়োজনীয় কিছু অ্যাপস যা আপনার ভ্রমণ কে আরও সহজ করে তুলবে।
যখন টেকনোলজি এত উন্নত ছিল না, তখন ভ্রমণ একটু কঠিন ছিল বলা যায় আবার মজার ও ছিল। টেকনোলজি না থাকার কারণে তখন মানুষকে পদে পদে আরেকজনের থেকে সামনের পথ জানতে হত, এতে স্থানীয় দের সাথে একটা ইন্টার্যাকশন হত , এই বাহানায় স্থানীয় মানুষ তাদের রীতিনীতি সম্পর্কে সহজে যেনে নেয়া যেত। এখন সবার হাতের মুঠোয় সেলফোন, গুগল ম্যাপ ই সব বলে দেয়, বরং কিছু ক্ষেত্রে গুগল ম্যাপ স্থানীয়দের চেয়েও বেশি তথ্য রাখে।