ভ্রমণে নিরাপদে থাকার কিছু টিপস

পুরো দুনিয়া ঘুরে বেড়ানো হয়ত অনেকের ই স্বপ্ন আর এর একটা অন্যরকম থ্রিল আছে। বেশিরভাগ সময়ই সবাই ঘুরতে গিয়ে নিরাপদে ফিরে আসে। তবে কম হলেও অনেকের সাথে ছোটখাটো দুর্ঘটনা ঘটে যায়, আবার একটু সতর্ক থাকলে এসব এড়ানো যায়। ভ্রমণের সময় নিরাপত্তা নিয়ে অনেকেই খুব একটা ভাবে না আবার এমন অনেক আছে যারা অনেক বেশি ভেবে নিয়ে ঘর থেকেই বের হোন না। দেশের বাইরে আর দেশে কোন দুর্ঘটনার কবলে পড়া একই, দেশে থাকলে মানুষের সান্ত্বনা পাবেন বাইরে থাকলে সেটা হয়ত পাবেন না এতটুকুই।

এখন সবচেয়ে বাজে পরিস্থিতির জন্য কিভাবে প্রস্তুত করে নিয়ে যাবেন সে নিয়েই আজকের লেখা।

Read More

কিভাবে দ্রুত ভ্রমণের এর চেয়ে ধীরে ভ্রমণ আপনাকে সুস্থ রাখবে?

ভ্রমণে হোক আর যেখানেই হোক আমাদের উচিৎ শরীরের সুস্থতাকে সবার আগে প্রাধান্য দেয়া। সঠিক ঘুম, ঠিকমত খাবার খাওয়া, অল্প এক্সারসাইজ করা, এসব খুবি জরুরি। তবে যখন আপনার প্রতিদিন নতুন জায়গা যাবার জন্য তাড়া থাকবে , রোজ বাস, ট্রেন, প্লেন ধরার জন্য দৌড়ের উপর থাকবেন তখন এসবের কিছুই ঠিকমত হবে না। না হবে ঘুম , খাওয়া, এক্সারসাইজ তো আরও দুরের কথা।

Read More

কেন ভ্রমণে ফাস্টএইড কিট সবসময় সাথে রাখা উচিৎ?

আপনি ঘর ছেড়ে বেরুলেই আপনার সাথে একটা ফাস্টএইড কিট থাকা জরুরি। কত সময়ের জন্য ভ্রমণে যাচ্ছেন সেটা মুখ্য নয়। বিপদ কখনই বলে আসবে না, আর বিপদের সময় একটা ফাস্টএইড কিট ই আপনাকে প্রাণে বাঁচাবে। ভ্রমণের কোন একটা সময়ে আপনি অসুস্থ হতেই পারেন। নতুন খাবার যা হয়ত আপনাকে স্যুট করেনি, বা ভুলবশত খাবার খাওয়ার আগে হাত ধুতে ভুলে গেছেন বা ভুলে ট্যাপের পানি খেয়ে ফেলেছেন, এসব কারণে ফুড পয়জনিং বা ডায়রিয়া হওয়া অস্বাভাবিক কিছু নয়।

Read More

ভ্রমণের জন্য সঠিক সময় নির্বাচন করা

আবহাওয়ার উপর নির্ভর করে একটা টুরিস্ট ডেসটিনেশনের হাই সিজন আর লো সিজন বলে দুইটা জিনিষ আছে। হাই সিজন , লো সিজন অনেক সময় বিভিন্ন ছুটির উপর ও নির্ভর করে, যেমন ধর্মীও ছুটি, বর্ষবরণ , গ্রীষ্মকালীন ছুটি ইত্যাদি।

Read More

প্রয়োজনীয় কিছু অ্যাপস যা আপনার ভ্রমণ কে আরও সহজ করে তুলবে।

যখন টেকনোলজি এত উন্নত ছিল না, তখন ভ্রমণ একটু কঠিন ছিল বলা যায় আবার মজার ও ছিল। টেকনোলজি না থাকার কারণে তখন মানুষকে পদে পদে আরেকজনের থেকে সামনের পথ জানতে হত, এতে স্থানীয় দের সাথে একটা ইন্টার‍্যাকশন হত , এই বাহানায় স্থানীয় মানুষ তাদের রীতিনীতি সম্পর্কে সহজে যেনে নেয়া যেত। এখন সবার হাতের মুঠোয় সেলফোন, গুগল ম্যাপ ই সব বলে দেয়, বরং কিছু ক্ষেত্রে গুগল ম্যাপ স্থানীয়দের চেয়েও বেশি তথ্য রাখে।

Read More

ভ্রমণের সময় কিভাবে টাকা নিরাপদে লুকিয়ে রাখবেন?

ঘুরতে গিয়ে আপনার যে জিনিষটা তে সবচেয়ে গুরুত্ব দেয়া উচিৎ টা হল আপনার সেফটি আর আপনার টাকার সেফটি।  ভ্রমণে গিয়ে আমেজিং সব এক্সপেরিয়েন্স হয় তা যেমন ঠিক তেমনি কোনভাবে যদি আপনি টাকা হারিয়ে ফেলেন তবে আপনার পুরা ট্যুর ই মাটি হয়ে যাবে। দেশের বাইরে টাকা হারালে তো ভোগান্তির অন্ত নেই। অনেক সময় হয়তো ভুলে বাস ট্রেনে ব্যাগ ফেলে আসতে পারেন , বা ছিনতাইকারীর কবলেও পড়তে পারেন। এমন হবে তা বলছি না, তবে আপনার এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। এমন কিছু যেন না হয় তাই যে যে পদক্ষেপ নিতে পারেন তা নিয়েই এই আর্টিকেল টি।

Read More

কিভাবে সস্তা এয়ার টিকেট খুঁজে বের করবেন?

দেশের বাইরে ভ্রমণে যাবার জন্য ভিসার পর সবচেয়ে জরুরি জিনিষ হল এটি। একটা ট্রিপের ৩০-৪০% খরচ ই হয় এই এয়ার ফেয়ার। আপনাকে একটু সচেতন হতে হবে টিকেট কাটার ক্ষেত্রে। একটু বুদ্ধি করে যদি টিকেট কাটেন তবে আপনি অনেক টাকা বাচাতে পারবেন। আমি কিছু ট্রিক্স ইউজ করি সস্তা ফ্লাইট খুঁজতে, সেগুলো নিয়েই আজকে আলোচনা করবো।

Read More

ভ্রমণে গিয়ে কোথায় থাকবেন?

ভ্রমণে যাবার আগে সবার যে চিন্তা টা মাথায় আসে তা হল থাকবো কোথায়।  আর বেশিরভাগ মানুষ ভ্রমণে থাকার জায়গা বলতে শুধু হোটেল বুঝে৷ তবে বর্তমানে অপশন অনেক, যেগুলো সম্পর্কে অনেকেই হয়তো জানেন না। আপনাকে বুঝতে হবে কি কি সুবিধা আপনি চান তারপর এর উপর ভিত্তি করে আপনাকে খুঁজে নিতে হবে থাকার জায়গা। এই আর্টিকেলে জনপ্রিয় সব থাকার জায়গা নিয়ে আলোচনা করবো আর কোনটা কোন ধরনের ট্র্যাভেলার দের জন্য ভাল সেটাও জানবো।

Read More

ট্রাভেল ব্লগ থেকে যেভাবে প্রয়োজনীয় তথ্য খুঁজবেন।

আমরা যখন ই কোথাও বেড়াতে যাবার কথা ভাবি তখন সেই জায়গা সম্পর্কে জেনে যেতে চাই। এখন আগের আর্টিকেলে বলেছি যে ট্র্যাভেল গাইড ফালতু, তাহলে ব্লগ ই শেষ ভরসা। এখন সব ট্র্যাভেল ব্লগ তো আর পারফেক্ট না, তাই কিভাবে আপনার প্রয়োজনীয়…

Read More