আজকের আর্টিকেলে আলোচনা করবো থাইল্যান্ড এর ভিসার পুরো স্টেপ নিয়ে।
থাইল্যান্ডের ভিসা আপনি দুইভাবে করতে পারেন। নিজে অথবা এজেন্সি কে দিয়ে। যদি প্রথমবার ভিসা করান আর বয়স কম হয় তবে নিজে নিজে এপ্লাই করা উচিৎ। এজেন্সি কে দিয়ে প্রথমবার করালে না পাবার সম্ভাবনা বেশি। এর কারণ হল একই কভার লেটার আর একই ট্র্যাভেল আইটিনারি দেয়া। ওরা সবার জন্য আলাদা আলাদা এসব বানায় না একই জিনিষ কপি পেস্ট করে। নিজে নিজে থাই ভিসা করা খুব ঝামেলার কাজ। যদি এজেন্সি কে দিয়েই করাতে চান তবে বলবো কভাল লেটার আর ট্র্যাভেল আইটিনারি টা নিজে বানিয়ে দিতে । নিজে এপ্লাই করতে গেলে খরচ বেশি এ পড়ে দিনশেষে। এজেন্সি ১-২০০ টাকা বেশি নেয় ভিসা ফি এর থেকে । আমি নিজে পরেরবার করলে সব পেপার রেডি করে কোন এজেন্সি কে দিয়েই করাবো।