বালি ইন্দোনেশিয়ার একটা দ্বীপ আর সাউথ ইষ্ট এশিয়ার সবচে পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশনের একটি। যেনে রাখা ভাল ইন্দোনেশিয়াতে ১৭,৫০০ টি দ্বীপ আছে যার মধ্যে ৮,৮০০ টার নাম আছে বাকিগুলার নাই। ৯০০ এর বেশি দ্বীপে মানুষের বসবাস নাই। জাভা আর লম্বুকের মাঝ খানে বালি অবস্থিত। বালির আর লম্বুকের মাঝে নুসা আর গিলি নামে ৬ টা ছোট দ্বীপ আছে যেগুলো খুব সুন্দর আর পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন।
সাদা বালির বিচ, পাহাড়, রাইস ট্যারেস, ভলক্যানো, পুরাতন সব মন্দির সবমিলে সহজেই পৃথিবীর বুকে স্বর্গ বলা চলে বালিকে । বালির মত ভার্সেটাইল ট্যুরিস্ট ডেস্টিনেশন মনে হয় খুব কম ই আছে। ছোট একটা আইল্যান্ড অথচ এত দর্শনীয় স্থান কল্পনা করা যায়না। যেখানে সাউথ বালিতে রৌদ্রের তেজে গা পুড়ে যায় মাত্র ৫০-৬০ কি.মি দুরে নর্থ বালিতেই কনকনে ঠান্ডায় সোয়েটার পড়তে হয়। একদিকে যেমন সমতল আরেকদিক উঁচু উঁচু পাহাড়ে ঘেরা। আর ইন্দোনেশিয়া মুসলিম দেশ হলেও বালি পুরোটা হিন্দু অধ্যুষিত। সাউথ বালিতে খুব কম মুসলমান পাবেন। আর বালির হিন্দু কালচার আমাদের এখান থেকে অনেক ভিন্ন।